• সারাদেশ

    না ফেরার দেশে চলে গেলেন সুজানগরের কৃতি সন্তান চঞ্চল চৌধুরীর বাবা 

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৬:২৬:২৭ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

    সুজানগরের কৃতিসন্তান চিত্রনায়ক চঞ্চল চৌধুরী বাবা রাধাগোবিন্দ চৌধুরী ওরফে দুলাল মাস্টার গত রাত৭.৩০ মিনিটে ঢাকার একটি হাতপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহধাম ত্যাগ করিয়াছেন।

    আজ সকালে তার নিজ গ্রাম সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামার হাটে সৎকার্য সম্পন্ন করা হবে।রাধাগোবিন্দ চৌধুরী ওরফে দুলাল মাস্টার পেশায় ছিলেন একজন শিক্ষক। তিনি ছিলেন একাধিক গুনে গুণান্বিত। তিনি পন্ডিত নামেও খ্যাতছিলেন।

    তিনি শিক্ষকতার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্য বাহি যাত্রা নাটক সহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।হিন্দু সমাজের এমন কোন কাজ ছিল না যা তার উপস্থিতি ছারা সম্পন্ন হত।

    তিনি দির্ঘদিন কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে ১৯৯৪ সালে অবসরে যান।

    তিনি অবসরে যাবার পর নওয়াগ্রাম এস এ খান কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করার সময় আমার সাথে অগ্রণি ভুমিকা পালন করেন।

    তিনি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মিয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।শতবর্ষি রাধাগোবিন্দ চৌধুরী ওরফে দুলাল মাস্টার মৃতকালে

    স্ত্রী, তিন পুত্র পাঁচ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখ যান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ