প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৯:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ
সোমবার তাড়াশের বিনসাড়ায় জাকের পার্টির উদ্যোগে মহা পবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৩ ইং হযরত মাওলানা শাহ্ শূফি খাজা বাবা ফরিদপুরি (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফের দাওয়াতী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী সম্মেলনের কর্মসূচি বাদ আছর থেকে শুরু হয়। বক্তারা ইসলামী সম্মেলনে দয়াল নবী করীম (সাঃ) এর জীবনী সাহাবাদের জীবনী ও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরি (রঃ) এর জীবনী এবং জাকের পার্টির চেয়ারম্যান ছাহেবের বিভিন্ন দিক নিয়ে ওয়াজ নসিহত করেন। এসময় আলেম ওলামা/বক্তারা তাড়াশ বাসীদের মহা পবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলনের দাওয়াত দেন।১৮,১৯,২০,২১ ফেব্রুয়ারী শনি রবি সোম ও মঙ্গলবার বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল শেরপুর জাকের মঞ্জিল পাকুরিয়া পাক দরবার শরীফ।
ইসলামী সম্মেলনে তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ডাঃ ওয়াজেদ আলী ,তাড়াশ উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি আবুল কালাম আজাদ তাড়াশ উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আখেরি মুনাজাতে মধ্যে দিয়ে ইসলামী সম্মেলন সম্পন্ন হয়।