• সারাদেশ

    বেলকুচি পৌর আ.লীগ নেতা মজিদ প্রাং এর মৃত্যুতে দোয়া ও স্বরণসভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ১:৩৪:১৩ প্রিন্ট সংস্করণ

     

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রামাণিকের অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলকুচি পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফ মির্জার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    উক্ত অনুষ্ঠানে বেলকুচি পৌর আওয়ামী লীগের আওতাধীন ১০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে বেলকুচি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রাং এর রুহুের মাগফিরাতের জন্য দোয়া করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

     

    সেই সাথে বেলকুচি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর মৃত্যুর পর বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহাদৎ হোসেন, পৌর ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল- আমিন সরকার বাবু সাধারণ সম্পাদক পাভেল আহমেদ সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য উক্ত পদ হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন মুন্নাকে।

     

    পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি যেন সম্মানের সহিত পালন করতে পারি। আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে বেলকুচি পৌর আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ