প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৫:৫৫ প্রিন্ট সংস্করণ
পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০০গ্রাম গাঁজা সহ মহিদুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০.৩৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ শামীম সরকার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন রামানন্দপুর গ্রামস্থ মোঃ রাজ্জাক হোসেন পিতা-মৃত নাসিম আলী প্রাং এর দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ মহিদুল প্রাং (৪৫) পিতা-মৃত নাছিম আলী প্রাং, সাং-রামানন্দপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে মাদক দ্রব্য ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানার একটি মামলা রুজু করা হয়েছে।
যাহার মামলা নং-২৫ তারিখ ১২/০২/২০২৩ ইং ধারা-১৯(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮
উল্লেখ্য যে আসামী মোঃ মহিদুল প্রাং এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।