• সারাদেশ

    সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায়  এক কিশোর নিহত 

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:০৩:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

     

    সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় রাহাত (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় তাড়াশ পৗর সদরের ওয়াবদা বাধে এ দুর্ঘটনা ঘটে।, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত কিশোর রাহাত ভাদাস গ্রামের হাফিজুর রহমানের ছেলে।,

    প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রাহাত স্থানীয়ভাবে আয়োজিত একটি ধর্মসভায় যোগ দেবার জন্য নিজবাড়ি থেকে ওয়াবদা বাধের দিকে রওনা হয়। এ সময় ড্রাম ট্রাকটি তাড়াশ থেকে মাটিবোঝাই করে দ্রুত গতিতে যাচ্ছিল। ড্রাম ট্রাকটি ওয়াবদা বাধে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই কিশোর নিহত হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা

    ড্রাম ট্রাকের চালককে আটক করে।,

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার রাকিব হাসানকে (২৪) আটক করে ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।,

    নিহতের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ