প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
প্রয়াস একুশে বই মেলায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ টায় এ অনুষ্ঠান শুরু। প্রথমে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতার পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল ইসলাম সানুর সঞ্চালনায় ও বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান স্কুলের মেধাবি শিক্ষার্থীরা নৃত্য, গান,নাচ, নাটকের মাধ্যমে অনুষ্ঠান সাফল্য পন্ডিত করে। শিক্ষার্থীদের অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শনার্থী ও অভিবাবকেরা মুগ্ধ হয়। অসাধারণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনন্য মাত্রা পায়।
বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের পারফরম্যান্স দেখে তাদেরকে স্কুল কতৃপক্ষ পুরস্কৃত করে। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অভিবাবক সদস্য মো. মোখলেছুর রহমান মুকু। বিজ্ঞান স্কুলের গনিতের শিক্ষক মো. আব্বাস, এছাড়াও বিজ্ঞান স্কুলের আরো শিক্ষক- মাহবুব, দারুল, বাবু, হোসেন, তুহিন,সবুজ, টিপু প্রমুখ।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি থেকে কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজে ৭ দিন ব্যাপি বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।