• সারাদেশ

    পল্লী জনপদের আলোর দিশারি মাহমুদা পান্নার আজ জন্মদিন 

      প্রতিনিধি ১০ মার্চ ২০২৩ , ১০:০১:২৫ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদক:

     

    ভালোবাসার এক উজ্জ্বল নক্ষত্র তিনি ।যার দুয়ার সবার জন্য খোলা ।যার ভালবাসায় কখনোভাঁটা পড়ে না ।তিনি মানবতার কবি, তিনি মানবতার বাতিঘর। তিনি আদর্শ সমাজ গড়ার কারিগর ।যিনি হাজার হাজার তরুন-তরুনীর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।

    যিনি আদর্শ মানুষ গড়ার কারিগর। যিনি শুধু স্বপ্ন দেখে না শত শত মানুষের বাঁচার স্বপ্ন দেখায়। যে মানুষটা সদা হাস্যজ্জল দীপ্তিময়।কাজ করে যান দেশ জাতির জন্য, তিনি সদা মানবতার ফেরিওয়ালা। তিনি এক মানবিক মা। তিনি বেঁচে থাকবেন হাজার হাজার বছর তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের অন্তরে।

     

    মাহমুদা পান্না সবুজ পাবনা জেলার বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামে ১৯৭৯ সালের ১০ ই মার্চ জন্ম গ্রহণ করেন।তার স্বামী মোঃ সবুজ উদ্দিন খান অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ(ঢাকা জোন)।

     

    মাহমুদা সবুজ যিনি ক্ষুধার্ত, শোষিত, বঞ্চিত মানুষের জন্য নিবেদিত প্রাণ। তিনি প্রতিষ্ঠা করেছেন একটি চ্যারিটি ফাউন্ডেশ নাম তাসকীনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন। যায় মধ্যেমে হতদরিদ্র ও গরীব ছেলেমেয়েদের কে নিজ খরচে লেখাপড়া করানো সহ আরও বিভিন্ন সেবামূলক কাজ করেন।এছাড়াও তিনি প্রতিষ্ঠাতা সিনথী পাঠশালা নাম একটা স্কুল যেখানে প্রত্যন্ত এলাকায় প্রায় ৫০০ ছাত্র ছাত্রী লেখাপড়া করেন তার একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে নাম 100+Group

     

    তিনি করোনা ভাইরাসের মহামারির সময় করোনা রোগীদের অক্সিজেন সিলেন্ডার বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দিয়েছেন। নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর ব্যবস্থা করেছেন।প্রতি বছরই অনেক মসজিদ -মাদ্রাসায় তিনি অনুদান দেন।

     

    কোন প্রাকৃতিক দূর্যোগ কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়েছেন।ধর্মীয় উৎসবে নতুন জামা কাপড়,চাল,ডাল,সেমাই, চিনি দিয়েছেন। এছাড়াও মাংস রান্না করে প্রতিটি অসহায় বাড়িতে পৌছিয়ে দিয়েছেন।

     

    এমন মহীয়সী নারী ও সমাজ সেবী বুভুক্ষু মানুষের সহায়তাকারী মাহমুদা সবুজ কে আলোকিত বার্তা৭১ এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ