• সারাদেশ

    ভিন্নগ্রামে ঈদ পূর্নমিলনী উপলক্ষে ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৯:৫৬:০৫ প্রিন্ট সংস্করণ

    পাবনার আতাইকুলা থানা ধীন ভিন্নগ্রাম যুব সমাজ কতৃক আয়োজিত ঈদ পূর্নমিলনী উপলক্ষে ২দিন ব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত

     

    ১১ও১২ জুলাই সাথিয়া উপজেলার ভিন্নগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠানে উদ্বোধন করেন ভূলবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ আসাদুল ইসলাম,মাহামুদ মাষ্টার সহ এলাকার সর্ব শ্রেণি পেশার মানুষ।

     

    সাংস্কৃতি  অনুষ্ঠানে সূচিতে ছিলো প্রীতি ফুটবল ম্যাচ,সাঁতার প্রতিযোগিতা, পিচ্ছিল কলা গাছে উঠা,যেমন খুশি তেমন সাজো,গান, বাজনা থামলে বালিশ কোথায়, সহ আরো নানা আয়োজনে মধ্যে দিয়ে পৃর্নমিলনী উপলক্ষে ২দিন ব্যাপি    সাংস্কৃতি অনুষ্ঠান শেষে হয় পরে বিজযীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ