• আরো

    তাড়াশে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে ইসলামী সম্মেলন

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ২:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ

     

     

    তাড়াশ উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে ইসলামী সম্মেলন বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাস্থ শিবপুরে অনুষ্ঠিত হয়েছে।

     

    ইসলামী সম্মেলনে তাড়াশ উপজেলা জাকের পার্টি , জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ও অন্যান্য সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী ,সমর্থক ,শুভানুধ্যায়ী ,শুভাকাঙ্ক্ষী ,জাকের-আশেকান , ধর্মপ্রাণ মুমিন-মুসলমান এবং শান্তিকামী মানবতা উপস্থিত ছিলেন।

     

    ঝমঝমে বৃষ্টি উপেক্ষা করে ইসলামী সম্মেলন সবাই শরীক হয়েছিলেন এবং ওয়াজ নসিহত শুনেছেন ।

     

    দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতকরা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ