প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৭:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ
বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়ায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত।১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবা মায়ের দেয়া আদুরে নাম ছিল খোকা। কিশোর বয়সেই শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। বেড়া ডায়াবেটিস সমিতির আয়োজন করা। বেড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পরিষদ ৬নং সদস্য ও প্যানেল চেয়ারম্যান ২ মোঃমাসুদ রানা ময়ছার এর সার্বিক সহযোগিতায় বাঙালির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন বিভিন্ন ধারায় পালিত। উক্ত অনুষ্টানে মাদ্রাসার শতাধিক হাফেজ জাতির জনকের রুহের মাগফেরাতে দোয়া করেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। এসময় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিলো মেলা। মাদ্রাসা শিক্ষার্থীরা বলেন,মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে। আমরা এখানে এসেছি ফ্রি কোনো টাকা লাগেনি। আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে আমাদের জন্য মেলায় প্রবেশ ফ্রি করে দিয়েছে মেলা কতৃপক্ষ। আমরা দোয়া ও মিলাদ মাহফিদ এ অংশ নিয়েছি। সব কিছু গুড়ে গুড়ে দেখবো। মেলা পরিচালক আরিফ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বেড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। মাদ্রাসার শতাধিক হাফেজ বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকলের আত্নার শান্তি কামনা করে দোয়া কালেমা পাঠ করে মুনাজাত করা হয়। মাদ্রাসার শতাধিক হাফেজ শিক্ষার্থীর জন্য মেলার সকল বিনোদন কেন্দ্র ফ্রি দেখা ও উঠবার সুযোগ রয়েছে। কোরআন এর হাফেজ সকল শিশুদের জন্য কিছু করতে পেরে আমাদের নিজেদের মধ্যে ভালো লাগছে। এসময় মেলার দায়িত্বরত স্টাফ ও বেড়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশু সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।