প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ১২:৩০:১২ প্রিন্ট সংস্করণ
ফের করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উত্তরার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে ১১ জানুয়ারি তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।
রবিবার (২৫ জুন) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হওয়ায় পাবনা জেলা প্রচার দল তিনার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা জানিয়েছে।
পাবনা জেলা প্রচার দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব হাসান রঞ্জু বলেছেন, দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেন।