• আরো

    কুমিল্লায় ভূমিসহ ঘর পাচ্ছেন ১৭৯০টি পরিবার

      প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৮:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

     

    সোহরাওয়ার্দী খান, কুমিল্লা :

     

    কুমিল্লার ১৭ উপজেলার আরো ১ হাজার ৭ শ’ ৯০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান করা হবে। আগামী ২২ মার্চ প্রধানমত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সংবাদ সম্মেলনে জেলাপ্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, জেলায় ২ হাজার ৯শ’ ৩৬টি পরিবারকে আগের ধাপগুলোতে ভূমি ও ঘর প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ ১ হাজার ৭ শ’ ৯০টিসহ মোট ৪ হাজার ৭শ’ ২৬টি পরিবার পুর্ণবাসন হবে। এছাড়া জেলার ৬টি উপজেলা- চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, চান্দিনা, লালমাই ও বি-পাড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ অন্যরা।

    সংবাদ সম্মেলনে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলায় উদ্বোধনযোগ্য ঘরের সংখ্যা ৮৬টি, সদর দক্ষিণে ১৬০টি, নাঙ্গলকোটে ১২৪টি, লাকসামে ৭২টি, মনোহরগঞ্জে ১১২টি, লালমাইতে ৪৮টি, বরুড়াতে ৭৮টি, চান্দিনাতে ১০৩টি, দাউদকান্দিতে ১৩০টি, মেঘনায় ৭৪টি, তিতাসে ৮৪টি, হোমনা ৫৭টি, মুরাদনগরে ১১৫টি, দেবিদ্বারে ১৫০টি, ব্রাহ্মণপাড়ায় ২১৮টি এবং বুড়িচং উপজেলায় ৯৯টি।

    এদিকে, সোমবার দুপুরে আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই মুজিববর্ষে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দূর্যোগ সহনীয় সেমিপাকা ঘর, আর দুই শতাংশ জমির মালিকানা। এরই ধারাবাহিকতায় আদর্শ সদর উপজেলার মোট ৩৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিভিন্ন পর্যায়ে ২৩৪টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ ৮৬টি ঘর হস্তান্তর করা হবে। আগামী জুন মাসে বাকি ৪০টি ঘর হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে এবং সদর উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা ভূমি কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা আওলিয়া খাতুনসহ অন্যরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ