প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ৭:৫৮:১৫ প্রিন্ট সংস্করণ
পাবনা জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা ও সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
শনিবার সকালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মিঠুন শেখ মিঠু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আল আমিন বিশ্বাস সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতাইকুল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান সিনিয়র শিক্ষক আশরাফুল আলম,ফিরোজ কামাল,ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আশরাফ আলী, সহকারী শিক্ষক হাফিজুর রহমান ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন, সদস্য এনামুল সরকার, সাজিদ শাহরিয়ার, শুভ সরকার,মামুন,ওমর,রেদওয়ান সহ অন্যান্যরা।
সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা তিনটি বিষয়ের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এর উপর কুইজ প্রতিযোগিতা অষ্টম নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিচালনা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দশজনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।