• আরো

    রূপগঞ্জে ৬৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ১:১৪:১২ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

    রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ৬৩ হাজার ৭৬৫টি ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকারীরা কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে এসব ইয়াবা নিয়ে গাজীপুর যাচ্ছিলেন।

    বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ।

    গ্রেফতারকৃতরা হলেন- মো. মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), মো. জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২), শাওন (২১) এবং মো. রানা (২৫)।

    র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ বলেন, কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা হয়ে গাজীপুরে যাওয়ার তথ্য পেয়ে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে কাঞ্চনব্রিজ এলাকায় তিন কন্যা হোটেলের সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেফতার করে।

    তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার এবং অন্যটি থেকে ২৩ হাজার ৭৬৫ ও ১১০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে চারটি ড্রাইভিং লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, ৪টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

    আরও খবর

    রামগড় জোন কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কালীগঞ্জে এনা পরিবহনের সাথে সিএনজি সংর্ঘষে ঘটনাস্থলে ১ জন নিহত আহত ১জনকালীগঞ্জে এনা পরিবহনের সাথে সিএনজি সংর্ঘষে ঘটনাস্থলে ১ জন নিহত আহত ১জন

    বিএনপি কর্তৃক পাবনা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

    মেঘনা ও তেতুলিয়ায় ভরা মৌসুমে নেই ইলিশ; দুর্বিপাকে ভোলার ১লক্ষ ৫৮ হাজার জেলে 

    রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের উপরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ১

    রুপগঞ্জের গোলাকান্দাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করা হয়েছে

                       

    জনপ্রিয় সংবাদ