• আরো

    চাটমোহরে মাসব্যাপী পথচারীদের ফ্রি ইফতার বিতরণ

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৫:০৮:৩০ প্রিন্ট সংস্করণ

    মোঃ কায়সার আহম্মেদঃপাবনার চাটমোহরে পবিত্র রমজান উপলক্ষে পথচারী ও রোজাদারদের মাঝে পয়লা রমজান থেকে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ করছেন দ্যা রিয়েল জীম ও যুব সমাজ। চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ ও স্টার মোড় দুটি ভেনুতে পথচারি, ভ্যানচালক রোজাদারদের মাঝে এই ইফতারি বিতরণ করা হচ্ছে।

    জানা যায়, প্রতিদিন ৭০-৮০ প্যাকেট ইফতারি ও বোতলজাত পানি দেয়া হয়। অনেক পথচারি ও ভ্যানচালক ইফতারীর সময় হলে নিজ হাতে ইফতারি নিয়ে যান।

    দ্যা রিয়েল জীমের ব্যবচস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল বলেন, গত বছর থেকে এই ইফতারির আয়োজন করছি। অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তা হলে গরিব অসহায় মানুষ খাবারের কষ্ট পাবে না। আমাদের সংগঠনের লক্ষ্য আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ