• আরো

    বস্তা ভর্তি লাশ সন্দেহে জনতার ভীর

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ২:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

    ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধি:

     

    বস্তা খুলতেই বেরিয়ে এলো বস্তা ভর্তি হাসপাতালের বর্জ্য। পাবনা জেলার আমিনপুর থানাধীন বক্তারপুর গ্রামে বিল্লাল মোরের পাশে কে বা কাহারা কয়েক বস্তা হাসপাতালের বিভিন্ন প্রকার বর্জ্য, যেমন বিভিন্ন অপারেশনের বিভিন্ন কাটা ছেঁড়ার বিভিন্ন অংশ সহ আরোও অনেক কিছু বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। সকাল থেকেই উৎসুক জনতা থেকেই ভীর জমায়। বস্তা ভর্তি লাশ সন্দেহে আমিনপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে বস্তা খুলে দেখে বস্তা ভর্তি হাসপাতালের নোংরা বর্জ্য।নোংরা গন্ধ চারদিকে ছড়িয়ে পরেছে।এখন পর্যন্ত বস্তা সরানো হয়নি।এ নিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ