প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৯:০৪:০৬ প্রিন্ট সংস্করণ
সোহরাওয়ার্দী খান, কুমিল্লা :
কুমিল্লার বরুড়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তার আগেরদিন ২৫ এপ্রিল রাতে ধর্ষণের শিকার হন ওই তরুণী।
গ্রেপ্তাররা হচ্ছে- বরুড়ার উপজেলার শাকপুর ইউনিয়নের বাসিন্দা রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)। তাদের দাবি, ধর্ষণের ঘটনায় ওই তরুণীর প্রেমিকেরই ‘ইন্ধন’ ছিল।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান।
তিনি বলেন, বরুড়া উপজেলা শাকপুরের রাফির (২১) সঙ্গে ওই তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দুজনই পোশাক শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ২৫ এপ্রিল রাতে রাফির বাড়িতে আসেন ওই তরুণী। রাত সাড়ে ১০টায় রাফির মা ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেন। সেখান থেকে তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেরার পথে শাকপুর ইঞ্জিনিয়ার গেটের সামনে গতিরোধ করে অভিযুক্তরা। এরপর তাকে পাশের একটি বাগান বাড়িতে নিয়ে রাত ১২টা পর্যন্ত ধর্ষণ করে।
ওই তরুণী রাতেই বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজিচালকের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছে, ধর্ষণের ঘটনায় রাফিরই ইন্ধন আছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এ মামলার তদন্ত চলমান। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এবং জাকিরের নামে তিনটি মামলা আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল মারুফ হোসেন, ডিবির ওসি রাজেশ বড়ুয়া, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনসহ কর্মকর্তারা।