প্রতিনিধি ১ মে ২০২৩ , ৩:২০:৫৬ প্রিন্ট সংস্করণ
ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধি:
দুনিয়ার মজদুর এক হও ’এবং ‘সুস্থ শ্রমিক উন্নত দেশ, গড়ব মোরা বাংলাদেশ’ শ্লোগানে পাবনার কাশিনাথপুরে মহান মে দিবস পালন করেছে বন্দর বৃহত্তর কশিনাথপুর শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক, মটর শ্রমিক সংগঠন, বাস-ট্রাক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
সোমবার সকালে পাবনার কাশিনাথপুর শ্রমিক সংগঠন মহান মে দিবসের শোক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অত্র শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সন্মানিত চেয়ারম্যান মো.রেজাউল হক বাবু, পাবনা জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো মোকলেছুর রহমান মুকুলও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনিসুর রহমান। শ্রমিক নেতা মো. হোসেন আলী, ও শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহ আলম মুক্তি।
বৃহত্তর কাশিনাথপুর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা শোক র্যালি শেষে নিজস্ব কার্যালয়ে নিহত শ্রমিকদের স্মরণে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ইউনিয়নের আয়োজনে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক নেতারা দেশের সকল শ্রেণি পেশার শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ভূমিকা রাখতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।