প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৩:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি : পাবনা জেলার বেড়ায় সড়ক দুর্ঘটনায় এনামুল হোক নান্নু নামের এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। রোববার ২৮ মে দুপুরে বেড়া বৃশালিখা নৌ-বন্দর এলাকায় দ্রুতগামী মাটিবহনকারী ট্রাকের চাপায় নিহত হন তিনি।
নিহত নান্নু আজিম উদ্দিনের ছেলে। তার বাড়ি বৃশালিখা মহল্লায়। তিনি পেশায় নির্মান শ্রমিকের ঠিকাদার ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকা বাসি থেকে জানা যায়, বেড়া পৌর বাজার থেকে মোটরসাইকেলযোগে নান্নু বৃশালিখা নৌ-বন্দর যাচ্ছিলেন। তিনি বন্দর এলাকার তিন মাথার প্রধান সড়কে পৌছানো মাত্রই মাটি ভর্তি দ্রুতগামী ট্রাক তার
মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, এলাকাবাসী থেকে সংবাদ পেয়ে পুলিশ ওই ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মোটরযান আইনে মামলা গ্রহণ করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।