• সারাদেশ

    ভোলার বোরহানউদ্দিনে ১৪ দিন ধরে নিখোঁজ জেলে মিলন 

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৬:৫৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    ­স্টাফ রিপোর্টারঃ-

     

    ১৪ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ভোলার বোরহানউদ্দিনের জেলে মিলন খাঁনের। দিন যত যাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা আতঙ্ক বাড়ছে পরিবারের সদস্যদের মাঝে। শোকের মাতম বইছে ওই জেলে পরিবারে। মিলন ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের বেড়িবাধের উপর বসবাসকারী বাসিন্দা।

     

    মিলন খানের স্ত্রী শিরিনা বেগম বলেন, গত (১৭ আগস্ট) বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়ে।ওই রাতে সাগরে অবস্থানরত জেলেদের নৌকাডুবি সহ অনেক জেলে নিখোঁজ হন। কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার উদ্ধার অভিযানে অনেক জেলে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হলেও। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মিলনের।

     

    শিরিনা বেগম বলেন,বাউফল উপজেলার মমিন পুর ঘাটের আলম গাজির ফিসিং বোটে মাল্লা হিসেবে সাগরে মাছ ধরতে যায় মিলন খা। তাদের বোর্টে ১৩ জন মাঝিমাল্লা ছিল। ১৮ ই আগষ্ট সাগরে মাছ ধরা অবস্থায় ইঞ্জিল চালিত বড় ট্রলার (ফিশিং বোড) ডুবে যায়। ওই ট্রলারের সবাই উদ্ধার হলে ও মিলন খান কে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল বন্ধ রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা কিভাবে থাকবো।সংসার চলবে কীভাবে,

     

    গঙ্গাপুর ইউনিয়নের ও ৮ নং ওয়ার্ডের মেম্বার কালাম বদ্দার জানান, বড় ট্রলার যোগে (ফিশিং বোড) সাগরে মাছ ধরতে যায় মিলন খা। সেখানে ট্রলারটি ডুবে যায়। তার পর থেকেই মিলন খা নিখোঁজ হয়। গত ১৪ দিনেও তার খোজ মেলেনি। আমরা এখনো বিভিন্ন যায়গায় তার খোজ করছি

     

    এ বিষয় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ’র সাথে যোগাযোগ করলে তিনি জানান,বোরহানউদ্দিনে একজন জেলে নিখোঁজ হয়েছে এটা জানি। তবে কোথায় আছো তা শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ