• আরো

    গুণীজন সম্মাননা পেলেন বৃহত্তর কাশিনাথপুর প্রেসক্লাবের সাংবাদিক শরিফুল ইসলাম

      প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ৪:২৩:১৪ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

     

    বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কর্তৃক আয়োজিত সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা পেলেন বিডি টাইমস ২৪ ও সোনালী মিডিয়া লিমিটেড এবং দৈনিক পাবনার আলো পত্রিকার সাংবাদিক ও বৃহত্তর কাশিনাথপুর প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ সংগঠন এর কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর সাংবাদিক শরিফুল ইসলাম।

    গতকাল, মঙ্গলবার ৬ই জুন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উক্ত সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য গুণী ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

     

    সাংবাদিকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন যাবত সাংবাদিক শরিফুল ইসলাম বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের দুস্থ অসহায় অবহেলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

     

    এদিকে সাংবাদিক শরিফুল ইসলাম এর এমন সম্মাননা পাপ্তিতে বৃহত্তর কাশিনাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ তাকে শুভকামনা জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ