• আরো

    বেড়ায় চলাচলের রাস্তা বন্ধ করলেন স্থানীয় প্রভাবশালী

      প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ৮:১২:০৫ প্রিন্ট সংস্করণ

     

    বুলবুল হাসান, বিশেষ প্রতিনিধি :

    পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মোনাকোষা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় চলাচলের রাস্তায় ইট রেখে, লোহার কাটা তার দিয়ে, বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে । এতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সহ শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় প্রভাবশালী সরকারি সম্পত্তি দখল করতেই রাস্তাটি বন্ধ করেছে বলে অভিযোগ

    আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সহ শতাধিক অবরুদ্ধ পরিবারগুলোর। অভিযুক্ত ব্যক্তির নাম সাদেক হোসেন । তিনি নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোনাকোষা গ্রামের আব্দুল হাই ঘটকের ছেলে।

     

    বৃহস্পতিবার (১৫জুন ) সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য মহাসড়ক থেকে একটি মাটির রাস্তা আশ্রয়ন প্রকল্পের দিকে গিয়েছে

    সেখানেই ইট রেখে, ইট দিয়ে, লোহার কাটা তার দিয়ে, বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এক মাস যাবৎ চলাচলের রাস্তা টি বন্ধ রয়েছে।

     

    ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ থেকে ৩০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে এলাকা বাসি চলাচল করছিলো। পুরো রাস্তাটি প্রস্থে ১৩ ফুট ও লম্বায় প্রায় অর্ধ কিলোমিটার । মাস খানেক আগে হঠাৎ ওই এলাকার সাদেক দলবল নিয়ে এসে রাস্তায় ইট রেখে বাঁশের বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন। এ সময় বসবাসরত পরিবারগুলো বাধা দিতে গেলে ভয়ভীতি দেখান। বর্তমানে আশ্রয়ন প্রকল্পে বসবাস রত সহ এলাকার জনগণ বিকল্প রাস্তায় চলাচল করতে এক কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এতে আশ্রয়ন প্রকল্পের পরিবার সহ এলাকার শতাধিক পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন। তারা আরও জানান, এক সময়ে পানি উন্নয়ন বোর্ডের ক্যানাল ছিলো। প্রভাবশালীরা ক্যানাল টি ভরাট করে বিক্রি করেন।

     

    এ বিষয়ে স্থানীয় এলাকাবাসি মোকছেদ আলী বলেন রাস্তাটা তিরিশ বছর ধরে ব্যবহার করছি । এই রাস্তা দিয়ে এলাকার ছেলে মেয়েরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় যায়। রাস্তাটি বন্ধ থাকায় এক থেকে দেড় কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা টি খুলে দিতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

     

    এ বিষয়ে স্থানীয় এলাকাবাসি ইসলাম বলেন সরকারি জায়গার ভিতরে এতগুলো লোকের অসুবিধা করে রাস্তাটি বন্ধে করে রেখেছে । অএ এলাকার লোকের অসুবিধা হচ্ছে, কৃষক জমি থেকে ফসলের বোঝা,গরু ছাল নিয়ে যেতে নিয়ে যেতে পারছে না।

     

    এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা সবুর আলী সাথে যোগাযোগ করা হলে তিনি ট্রেনিং এ থাকায় মন্তব্য পাওয়া যায় নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ