প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৭:২৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ-
ভোলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার ও ৭টি বলগেটসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড । আটককৃতরা ভোলা ও বরিশাল জেলার বাসিন্দা।
রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরের দিকে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে ড্রেজারসহ তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভেদুরিয়ার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধভাবে তেতুলিয়া নদীতে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার ও ৭ বলগেটসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।
ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ড্রেজার ও বলগেটসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
স্থানীয়রা জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের কারনেই নদীতে মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে তাই এই অবৈধ ড্রেজারের প্রতি যদি প্রশাসন ব্যবস্থা নিতো তাহলে হয়তো নদীর বাঙ্গন থেকে বাড়িঘর ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা পেতো। অবৈধভাবে বালু উত্তোলনের সময় এই পর্যন্ত অনেক বারই ড্রেজার আটক হয়েছে কিন্তু কিছু ক্ষণের মধ্যেই তারা ছারিয়ে নিয়ে যায় এবাও নিয়ে যাবে কিন্তু স্থানীয়দের দাবি তাদের অবৈধ টাকা আর ক্ষমতার দাপটের কাছে সবাই হার মেনে যায় কোন প্রশাসন তাদের জাহাজ আটকিয়ে রাখতে পারছে না বলেও জানান।