প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ১২:২১:৪৯ প্রিন্ট সংস্করণ
তাইজুল ইসলাম সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফ খাদ্যশস্য বিতরন করা হয়েছে।
আজ বুধবার (২১ জুন) সকাল ৯.০০ ঘটিকায় নাগডেমরা ইউনিয়ন পরিষদের সামনে স্লিপধারীদের মাঝে দশ কেজি করে চাউল বিতরন করা হয়। নাগডেমরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ভিজিএফ কাডধারী ২২২৩ জন ও জিআর কার্ড ৩৫০ জনকে চাল দেয়া হয়। এসময় নাগডেমা ইউপি চেয়ারম্যান হাফেজ হাফিজুর রহমান, ট্যাগ অফিসার সাঁথিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুমার, সচিব রফিকুল ইসলামসহ ইউপি সদস্য/ সদস্যাগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।#