• আরো

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে  কালীগঞ্জের ফল ব্যবসায়ী খুন! অটোচালক আহত,অর্থ লুট

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ১০:৩৪:৫৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

     

    গাজীপুরের হানকাটা ব্রীজে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন এর আওড়াখালী বাজার এর ফল ব্যবসায়ী মোমেন শেখ (৫০)কে

     

    হত্যা করে টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা বলে সংবাদ পাওয়ার গেছে।

     

    এ সময় ওই দুষ্কৃতকারীর আঘাতে অটোরিকশা চালক মাহবুবও আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

     

    প্রতিদিন এর মতো আজ ফল আনতে গাজীপুরের উদ্দেশ্য রওনা দেয়,গাজীপুর যাওয়ার সময় হানা কাটা নামক স্হানে তার উপরে হামলা করে।

     

    ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর  ৫টার দিকে গাজীপুর -আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের হানকাটা ব্রীজের ওপর।

     

    নিহত ওই ফল ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী (গোপিনপুর)গ্রামের মৃত ওসমান আলী ওরুফে উসু শেকের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

     

    নিহতের পরিবারের জানায়, স্থানীয় আওড়াখালী বাজারের  ফল ব্যবসায়ীরা তাকে বাজারে ফল বিক্রি করতে নিষেধ করে করে  খুন জখমের হুমকি-ধমকি দিতো। তাই পরিবারের লোকজনের দাবী পরিকল্পিত ভাবে এ ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতকারীরা।

     

    তিনি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় রিকশাভ্যানে করে পাইকারি ও খুচরা  ফল বিক্রি করতো।

     

    পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন যাবত সে গাজীপুর চৌরাস্তা  আড়ৎ থেকে বিভিন্ন্ বাহারি ফল এনে রিক্সাভ্যানে করে

     

    কালীগঞ্জের আওড়াখালী বাজারসহ বিভিন্ন বাজারে তা পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

     

    বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে মালামাল কেনার জন্য গাজীপুর চৌরাস্তা  আড়তের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পরে গাজীপুর -আজমতপুর -ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের হানকাটা নামক এলাকায় পৌছলে ছিনতাইকারীরা তার গতি রোধ করে অটোরিকশা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে  টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও  ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়।

     

    এ সময়  তার সাথে থাকা মালামাল ক্রয়ের  নদগটাকা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

     

    পরে স্থানীয়দের সহায়তায় অটোচালক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     

    গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক (এস আই) এহতেশাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     

    এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ