প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ১০:১৩:২৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার মোঃ মিঠুন সেখ মিঠু: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু হতে মুক্ত থাকি” প্রতিপাদ্যে লিও ক্লাব অব ক্যাপিটালে যৌথ আয়োজন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় লিও জেলা ৩১৫বি৩ এর ৭টি ক্লাব লিও ক্লাব অব ঢাকা নিউ ক্রিসেন্ট,লিও ক্লাব ঢাকা ক্যাপিটাল,লিও ক্লাব অব ক্যাপিটাল ২,লিও ক্লাব অব ঢাকা রয়েল অরচার্ড,লিও ক্লাব অব ঢাকা রয়েল বেঙ্গল,লিও ক্লাব অব দিলকুশা নর্থ,লিও ক্লাব অব ঢাকা দিলকুশা নর্থ, মিলে যৌথ ভাবে প্রোগ্রামটি সম্পুর্ন করে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের জেলার সম্মানিত লিওবান্ধব ও মমতাময়ী গর্ভনর লায়ন ফারহানা নাজ এমজেএফ ম্যাম, ২য় ভাইস জেলা গর্ভনর আর্কিটেক্ট আবু রুসদ আল মুনীর স্যার, লায়ন পিডিজি ইঞ্জি: ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ স্যার, লিওদের অভিভাবক লিও ক্লাব চেয়ারম্যান লায়ন তৌহিদুর রহমান বিশ্বাস স্যার।
আর উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মাননীয় ভারপ্রাপ্ত মেয়র, কাফরুল থানা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি, ডি এন সি সি ৪ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বারবারের নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা, এবং রোকেয়া জামাল ম্যাম শেরে বাংলা স্কুলের গভর্নিং বর্ডির সন্মানিত সভাপতি।
উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল এর সন্মানিত সভাপতি লায়ন ইঞ্জি, আসরাফুল ইসলাম স্যার, লায়ন রাকিবুল ইসলাম স্যার এবং লায়ন জেলার অন্যতম লায়ন নেতা লায়ন আল-আমিন সিদ্দিক স্যার।লিও জেলা ৩১৫ বি৩ এর সন্মানিত জেলা সেক্রেটারি লিও মোতাসিম বিল্লাহ । এডভাইজার টু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ইকবাল হোসাইন, এবং ডিস্ট্রিক্ট ইনভাইরণমেন্ট কমিটির সেক্রেটারি লিও সাজ্জাদ কবির সাগর।
প্রোগ্রামে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন লিও জেলা ৩১৫বি৩ এর ৭টি ক্লাব ছোট আয়োজনে আপনাদের মুল্যবান সময় ব্যায় করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি