প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ৩:৪১:১০ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার নওগাঁ জেলার সদর উপজেলার সেবাশ্রম ও রুবির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায় উপজেলার সেবাশ্রম এবং এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ২ টি ডায়াগনস্টিক সেন্টার ও ১ টি ফার্মেসিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ জানান, জেলায় ভেজাল ও নকল বিরোধী এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ লাইনসের একটি চৌকষ টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন।