প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৩:০২:৪০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : “তারুণ্যের সাথে, মানবতার পথে” এই মূলনীতির আলোকে জনপ্রিয় জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। দেশব্যাপী কার্যক্রমের পরিধি বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। (১৩১) সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন ও এক নম্বর সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক এম, জি রাব্বুল ইসলাম পাপ্পু কে।
দূর্বার তারুণ্য বাংলাদেশ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে বিভিন্ন সেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সাধারণ মানুষের ভালোবাসা এবং সুনাম অর্জন কুড়াতে সক্ষম হয়েছে। দুর্বার তারুন্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে যেসব মানবিক এবং সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিনাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি মুলক উপকূল বাসীর জন্য মনিটরিং টিমের মাধ্যমে তথ্য প্রদান, নিরাপদ দূরত্বে জনগণের আশ্রয়ে সহযোগিতা, খাদ্য এবং সূপেয় পানির ব্যবস্থা, ঘূর্ণিঝড় পরবর্তী ঘর বাড়ি নির্মানে সহায়তা, দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাসের ব্যবস্থা করা, দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র রমজান মাসে গরীব, অসহায় এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ঈদুল ফিতরের সেমাই চিনি এবং খাদ্যদ্রব্য বিতরণ, ঈদুল আজহায় গরীব মানুষের মাঝে কুরবানির মাংস বিতরন, বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যদ্রব্য সহায়তা ছাড়াও তাদের গরীব এবং অসহায় মানুষের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে অসহায় মহিলাকে গরু পালনের মাধ্যমে স্বাবলম্বী করন, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার বিতরন, এবং বিভিন্ন স্কুল কলেজ ও প্রতিষ্ঠানে গাছের চারা রোপনের মত সামাজিক এবং অংশগ্রহণমূলক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সংগঠনটির ৬৪ জেলায় তাদের শাখা কমিটি অনুমোদন দেয়া হচ্ছে। প্রতিটি জেলার স্থানীয় গণ্যমান্য এবং গ্রহনযোগ্য অপেক্ষাকৃত ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা কমিটির আজ রাত ৮ টায় অনুমোদন দিয়ে সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা শাখার নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এম, জি রাব্বুল ইসলাম পাপ্পু তার তাতক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুন্য বাংলাদেশ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা কমিটিতে আমাকে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত করায় আমি সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সকলকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার অতীতের স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থেকে এবং দেশপ্রেমের অংশ হিসেবে একদিকে যেমন সাংবাদিক হিসেবে আমার লেখনীর মাধ্যমে সমাজ এবং রাষ্টের বিভিন্ন অসংগতি এবং অসহায় তৃনমুল মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে আসছি, তার পাশাপাশি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুন্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা কমিটির দায়িত্বশীল পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আমার উপর মানুষের জন্য কিছু করার দায়িত্ব ও কর্তব্য আরও বেশি বেড়ে গেলো। আমি আমার দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতার জায়গা থেকে একদিকে যেমন সাংবাদিকতার মাধ্যমে অসহায় এবং তুলনামূলক গরীব ও অধিকার বঞ্চিত মানুষের দূর্ভোগ এবং কষ্ট লাঘবের যথাযথ তথ্য তুলে ধরব, এর পাশাপাশি আমার সংগঠন দূর্বার তারুন্য বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত মানুষের কল্যাণে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে তাদের সারথি হিসেবে যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য আগামীতে সকলকে নিয়ে সর্বদা একযোগে কাজ করে যাবো।