প্রতিনিধি ২১ আগস্ট ২০২৩ , ৮:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ
বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আওয়ামী ক্ষমতায় না থাকলে দেশে সন্ত্রাসবাদ ও মাদক জঙ্গিবাদের কারখানা তৈরি হতো বলে বলেছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি। আজ সোমবার (২১ আগস্ট) পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের কোনো অধিকার ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেসময় বাড়িতে থাকতে পারত না, মা-বোনরা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারত না। তাদের করা বর্বরোচিত ও পৈশাচিক হামলা থেকে জাতির পিতার কন্যা সেদিন রেহাই পেয়েছিলেন বলেই দেশে আজ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
শামসুল হক টুকু বলেন, আগস্ট মাস আমাদের কাছে শোকের মাস। এ মাসে আমাদের মহান জাতির মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শিশু রাসেলসহ সপরিবারে হত্যা করা হয়। হত্যার পর আসামিদের তারা দায়মুক্তি দিয়েছিল।
সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে খুনি রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা করা হয়। তারা সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে। সারাদেশকে তারা গড়ে তুলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়াশ্রমে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন হয় এবং মানবতা ভূলুণ্ঠিত হয়।