• আরো

    মাটিরাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক উন্মুক্ত বৈঠক 

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪৪:০৪ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ 

     

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডসমূহের অগ্রগতি,সাফল্য ও অর্জন বিষয়ে জন- সম্পৃক্ততার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০সেপ্টেম্বর) দুপুরে রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্মুক্ত বৈঠকে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও সহকারী শিক্ষকবৃন্দ। ব্যক্তারা সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড বিষয়ে এবং সাম্প্রদায়িকতা, গুজব, বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ