• আরো

    রূপগঞ্জে সাব রেজিষ্ট্রারের কর্মকর্তাকে অপসারণের দাবিতে কলম বিরতি। 

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২২:৫৯ প্রিন্ট সংস্করণ

     

     

    এনামুল হক:- আলোকিত বার্তা ৭১,স্টাফ রিপোর্টার। 

     

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনিয়ম, হুমকি, স্বেচ্ছাচারিতা ও দলিল লিখক, দাতা- গ্রহীতাদের সঙ্গে দূর্ব্যবহার, অসদাচরনের প্রতিবাদে রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্টার কর্মকর্তা মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অপসারণের দাবিতে কলম বিরতি কর্মসুচি পালন করা হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় রূপগঞ্জ দলিল লিখক ও ভেন্ডার সমিতির আহবায়ক মুশফিকুর রহমান রিপনের নেতৃত্বে রূপগঞ্জের স্থানীয় সকল দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডারগণ অনির্দিষ্ট কালের কলম বিরতী কর্মসূচি পালন করেছেন।

     

    এসময় বক্তারা বলেন, রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্টার নানা অনিয়মের মাধ্যমে আমাদের জিম্মি করে তুলেছেন। অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। এ সাব রেজিস্ট্রারকে প্রত্যাহার না করা পর্যন্ত দলিল লেখকদের কলম চলবে না। আমরা দূর্নীতিবাজ সাব রেজিস্ট্রার মহিউদ্দিন আব্দুল্লাহর প্রত্যাহারের জোরদাবি জানাচ্ছি।

     

    এ ব্যাপারে রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়নে দলিল লিখকদের বা জমি মালিকদের আপত্তি থেকে ভুলবুঝাবুঝি হচ্ছে। এটা দলিল লিখকদের বুঝিয়ে সমাধান করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ