প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৯:৩৬:৪৪ প্রিন্ট সংস্করণ
কে. এম. নাহিদুজ্জামান পরাগ স্টাফ রিপোর্টার:
শিক্ষার উন্নয়নে পাবনার কাশিনাথপুরে প্রতিযোগিতা মিছিল চলছে, যা কিনা সুস্থ ধার এরই ধারাবাহিকতায় এ বছরের এসএসসি পরীক্ষায় মাইশা তিন উপজেলার শ্রেষ্টা শিক্ষার্থী বিবেচিত হন। এর মাধ্যেমে কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের সুনাম আর বেড়ে গেল শিক্ষার্থী ও শিক্ষকদের একাগ্রতা প্রচেষ্টায়।
শিক্ষার্থীদের সাথে প্রধান শিক্ষক
আপনার স্বপ্ন আমাদের লক্ষ্য, এই নৈতিকতার বাণী নিয়ে,২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কাশিনাথপুর কলেজিয়েট স্কুল থেকে সরকারিভাবে রাজশাহী বোর্ডের অধীনে উপজেলা ভিত্তিতে ৫ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছে। অভিনন্দন সকল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের। কৃতি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন,মোছা:মাইশা খাতুন(ট্যালেন্টপুল), মিশকাতুল জান্নাত (সাধারণ),সজনী আক্তার সুরাইয়া (সাধারণ),মোছা: সাদিয়া সুলতানা(সাধারণ) এবং আফরিন ইসলাম (সাধারণ)। কাশীনাথপুর তথা,বেড়া ও সুজানগর উপজেলার মধ্যে এ এক অনন্য রেকর্ড। কাশনাথপুর কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে কলেজিয়েট স্কুলে বইছে আনন্দের ঝর্ণাধারা। যে ঝর্ণা ধারায় স্নিগ্ধ পুরো কলেজিয়েট শিক্ষা পরিবার। এই অর্জন সম্পর্কে কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের পরিচালক এবং প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার কে.এম.নাহিদুজ্জামান(পরাগ)বলেন- করা হলে তিনি জানান -কাশিনাথপুর কলেজিয়েট স্কুল বরাবরই মানসম্মত অভিজ্ঞ পরিচালকমন্ডলী(প্রভাষক,সহকারী অধ্যাপক) দ্বারা পরিচালিত।পরিচালক বৃন্দদের ক্লাসে মানসম্মত পাঠদান, দিকনির্দেশনা এবং দক্ষ সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে সঠিক পরীক্ষার মূল্যায়ন সহ নিবিড় পরিচর্যায় থেকে শিক্ষার্থীরা পড়ালেখা করেছে,সেই সাথে শিক্ষার্থীদে নিজস্ব অধ্যবসায় তাদেরকে আরো সাফল্যের চূড়ায় এগিয়ে নিতে সহায়তা করেছে।”
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী মোছা: মাইশা খাতুন মাইশা জানান “কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে ও আমাদের এ অর্জন। সে কলেজিয়েট স্কুল পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষক শিক্ষিকা,এবং অভিজ্ঞ পরিচালকবৃন্দদের সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত গঠনমূলক পরীক্ষার মাধ্যমে আমাদের মূল্যায়ন যাচাই,এবং আমাদের জন্য শিক্ষক শিক্ষিকাদের আলাদা কেয়ার আমাদের সাফল্যের অন্যতম সহায়ক হিসেবে কাজ করেছে। এজন্য আমরা সকল পরিচালকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সর্বোপরি তাদের এই সাফল্য অর্জনের পেছনে যে সঠিক পরিবেশ তৈরি করে দেয়া দরকার কাশীনাথপুর কলেজিয়েট স্কুল ঠিক সেই পরিবেশটিই তাদের জন্য তৈরি করে দিয়েছিল যার ফলাফলস্বরূপ কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের
শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে, এবং আমরা আশা করি এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
২০২৪ সালের কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার সাফল্যের পরিসংখ্যান; বলছে A+ প্লাসের হার = ৬৬%
A গ্রেডের হার= ৩৪%পাশের হার = ১০০%
কিনা বৃহত্তর কাশিনাথপুর এর মধ্যে সেরা।ক্ককলেজি আরো জানান – সেই শিক্ষার বিকাশ ঘটুক,
প্রধান শিক্ষক বলেন – শিক্ষায় ছুঁয়ে যায় হৃদয় আর প্রতিষ্ঠিত হয় নৈতিকতার ও মূল্যবোধ।”প্রতিটি শিক্ষার্থী ভালো মানুষ হিসেনে গড়ে উঠুক প্রত্যাশা।
শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের পরিচালক মাহবুব হোসেন৷ বলেন- আমরা শিক্ষার প্রসার মানসম্মত নৈতিক জ্ঞান শিক্ষার্থীদে মাঝে ছড়িয় দিতে বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি। আমার সামনের দিকে এগিয়ে যাব শিক্ষার্থী, শিক্ষক সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য স্কুলটিতে আরবি শিক্ষা, স্পোকিং ইংলিশ হাতেের লেখা ভালো করানো ও সুন্দর একটি ক্যাম্পাস নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রত্যেয় কাজ করছে স্কুলটি। স্কুলটি সিনেমা হল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিতপ্রধান