• শিক্ষাঙ্গন

    কাশিনাথপুরে শহুরে হাওয়ায় আলোকিত কাশিনাথপুর মডেল কলেজ

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    কাশিনাথপুরে শহুরে হাওয়ায় আলোকিত কাশিনাথপুর মডেল কলেজ

     

    পাবনার সাঁথিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিল কাশিনাথপুর মডেল কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম জহিদ। বিশেষ অতিথি ছিলেন একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আলম নওসাদ।

     

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিনাথপুর মডেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম।

     

    অধ্যক্ষ মাসুদ রানা তার বক্তব্যে বলেন—

    “একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশের ভবিষ্যৎকে আলোকিত করতে। আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয়, ছাত্র-ছাত্রীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের ক্ষেত্রেও তৈরি করা।”

     

    অনুষ্ঠানের পরিবেশে ছিল শহুরে প্রাণচাঞ্চল্য ও সাংস্কৃতিক আবহ, যা কাশিনাথপুরের শিক্ষাঙ্গনে এক নতুন মাত্রা যোগানের ভারসাম্য রক্ষায় কাজ করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ