• শিক্ষাঙ্গন

    পাবিপ্রবিতে জামালপুর জেলা সমিতির নবীন বরণ অনুষ্ঠিত 

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ১:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি :

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জামালপুর জেলা থেকে ভর্তি হওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’।

     

    মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ তে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

     

    সংগঠনটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের প্রভাষক সারজানা আফরোজ ঐশী।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি রেজিস্ট্রার ও শারীরিক শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজামাল।

     

    অনুষ্ঠানে অতিথি ও অগ্রজরা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন ও নেটওয়ার্কি বাড়াতে সংগঠনে সময় দেওয়ার আহ্বান জানান। এছাড়াও নিজ জেলার মানুষদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে শিক্ষামূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: শিক্ষাঙ্গন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশিনাথপুর বিজ্ঞান স্কুল

    “শিক্ষা শুধু সনদ নয়,বরং জীবনের আলোকবর্তিকা বিজ্ঞান স্কুলের মা সমাবেশে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ 

    প্রযুক্তি হবে জ্ঞানের অস্ত্র, প্রতারণার পথ নয় বিজ্ঞান স্কুল পরিদর্শনে আমিনপুর থানা অফিসার ইনচার্জ 

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক পালন করছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার

    কাশিনাথপুর স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে বৈশাখী পিঠা উৎসব ১৪৩২ অনুষ্ঠিত

    শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত