• শিক্ষাঙ্গন

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি রোজ শনিবার কাশিনাথপুর শহীদ স্মরণিকা স্কুলে এ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। এরপর শপথ ও জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সম্মানিত সভাপতি ডা.আমিরুল সানু এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধন ঘোষনার পরে মশাল নিয়ে পুরো মাঠ প্রদক্ষিত করা হয়। এরপর আনন্দঘন পরিবেশ প্লে থেকে দশম শ্রেনি পযন্ত বিভিন্ন গ্রুপে খেলা অনুষ্ঠিত হয়।।

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাদের সহযোগিতায় সফলতার সাথে বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করা হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সকল পরিচালক বৃন্দ।

     

    উল্লেখ্য কাশিনাথপুর বিজ্ঞান স্কুল বৃহত্তর কাশিনাথপুর তথা পাবনা জেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।শিক্ষার মানোন্নয়নে ব্যাতিক্রমধর্মী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পাঠদানে বর্তমানে এ বিদ্যালয় পাবনা জেলায় সারা ফেলেছে। কাশিনাথপুর বিজ্ঞান স্কুল এ বছরের এসএসসি পরীক্ষায় ১২০ জন শিক্ষার্থীর শতভাগ পাশ ও সর্বোচ্চ ৬০ জন এ+ পাওয়ার যোগ্যতা অর্জন করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ