• শিক্ষাঙ্গন

    যথাযোগ্য মর্যাদায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে শহীদ দিবস পালিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫৩:১৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

     

    আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী

    আমি কি ভুলিতে পারি।।

    ছেলে হারা শত মায়ের অশ্রু

    গড়ায়ে ফেব্রুয়ারী।।

    আমার সোনার দেশের

    রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

     

    ভাষা আন্দোলনের জন্য ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি অনেক মানুষ জীবন দিয়েছে। তাদেরকে স্মরণ করার জন্য আমরা প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশেষ দিবস হিসেবে পালন করি। এই বিশেষ দিন উদযাপন করতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি করে থাকি।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুল কতৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে।

     

    দিবসটি উপলক্ষে মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৮ টায় কালোব্যাজ ধারণ করে।এরপর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা.আমিরুল ইসলাম সানুর সভাপতিত্বে প্রায় ১২০০ শিক্ষার্থী নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজ্ঞান স্কুল প্রাঙ্গন থেকে র‍্যালি শুরু করে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় হয়ে কাশিনাথপুর মহিলা কলেজে এসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

    এ সময় অত্র স্কুলের সম্মানিত সভাপতি ডা. আমিরুল ইসলাম সানু বলেন – ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য জীবন দেওয়ায় শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আরো বলেন বিশ্বের আমরাই একমাত্র জাতি যারা কিনা ভাষায় জন্য জীবন দিয়েছে। আমরা গর্বিত, আমাদের জন্য আজ সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। তিনি ভাষা আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন- ভাষা শহীদদের আত্মত্যাগ ভুলবার নয়, তাদের জীবন দিয়ে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আজ অমর একুশে ফেব্রুয়ারি, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী অভিবাবকদের শুভেচ্ছা জানান। এরপর কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির শুভেচ্ছা বক্তব্য দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ