প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ৭:২৫:৫১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে বেড়া উপজেলা শহীদ খালেক স্টেডিয়ামে যায় শিক্ষার্থীরা।সেখানে জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানুর সভাপতিত্বে, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক রাশেদ খানের সঞ্চালনায় জাতীয় দিবসে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অভিভাবক সদস্য মো. মোখলেছুর রহমান মুকু সহ শিক্ষার্থী কর্মচারি বৃন্দ।
এ সময় জাতীয় দিবসের আলোচনায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করেন ও বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন যে কিনা আর পৃথিবীতে আসবেনা। তিনি ১৭ মার্চে যে ভাষণ দিয়েছিলেন তা আজও সাহিত্য হয়ে আছে। প্রতিটি লাইন প্রতিটি শব্দ আজও সকলের কানে বাজে। তিনি এ স্বাধীন দেশ আমাদের জন্য রেখে গেছেন। তার আত্মত্যাগ ভুলবার নয়। তারমতো জনদরদী নেতা আদৌ পৃথিবীতে আসবে কিনা তা সন্দেহ আছে। তিনি ছিলেন এক মহান ব্যাক্তিত্ব, যার কোন তুলনা হয়না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।