প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৯:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার:
অন্য বছরের তুলনায় এ বছরে এসএসসি পরীক্ষায় পাশ পাশের হার তুলনামূলক কম। তবে সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় এবারো কাশিনাথপুর বিজ্ঞান স্কুল সফলতা অর্জন করেছে। এ বছরে বিজ্ঞান স্কুলের শুধু বিজ্ঞান বিভাগ থেকে ৪০ জন GPA-5 পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বৃহত্তর কাশিনাথপুরে একমাত্র সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। প্রতিষ্ঠানটি বর্তমানে বৃহত্তর কাশিনাথপুরে অভিভাবকদের আস্থা অর্জন করেছে।কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সকল শিক্ষক -শিক্ষিকা তাদের শ্রম, মেধা মননশীলতা ও সহানুভূতিশীলতা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলে।প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফলে অত্র এলাকায় সরকারি বেসরকারি এমপিওভুক্ত ও প্রাইভেট স্কুলের মধ্যে শীর্ষ অবস্থানে থাকে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মো.জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি এক ঝাঁক মেধাবি শিক্ষক নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যেন এই এলাকার শিক্ষার্থীদেরকে শহর এলাকার স্কুলগুলোর ন্যায় একাডেমিক শিক্ষাদান সহ নানামুখী প্রতিভার বিকাশ করতে পারি।তিনি আরো বলেন, এবার ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা এক মাস ব্যাপি মডেল টেস্ট এর ব্যবস্থা করেছিলাম যার দরুন আজ ২৮-০৭-২৩ একটা চমৎকার ফলাফল উপহার পেলাম এবং আমি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে বলতে পারি, আগামী ২০২৪ সালটা হবে আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে বড় এক উপহার যা আমার ক্যারিয়ার সহ বিজ্ঞান স্কুলের জন্য এক অভাবনীয় সাফল্য। করোনা পরবর্তী গত ১২ অক্টোবর ২০২১ থেকে পুনরায় স্কুল খোলার পর থেকে এ পর্যন্ত সম্পূর্ণরূপে যাদের মেধাকে পরিচর্যা করা হচ্ছে তারা হলো এসএসসি ২০২৪ এবং এই ব্যাচ থেকে ১০০ জনেরও বেশি এ প্লাস পাবে বলে আশা রাখি ।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির বলেন- একজন শিক্ষক ক্ষুধা, অভাব ও বিলাসিতা সব ভুলে যায় তার শিক্ষার্থীদের সাফল্যে এবং কৃতজ্ঞতায়। আনন্দে উদ্বেলিত হয় ; কষ্ট ভুলে।ক্রিস গ্রসার তার বানীতে বলেছিলেন ” সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়।সেই সাফল্য ঘটানোর প্রচেষ্টায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুল সফল।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ৪০ জন শিক্ষার্থী এসএসসি-২০২৩ খ্রিটাব্দে জিপিএ ৫ (A+) পেয়ে শিক্ষা নগরী কাশিনাথপুরের মর্যাদা উচ্চাসনেই রেখেছে।সাফল্য ঘটানোর অব্যাহত প্রচেষ্টায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার আপনাদের আন্তরিকতা ও দোয়া প্রত্যাশা করে।
বিজ্ঞান স্কুলের শতভাগ পরিশ্রমী ও দক্ষ পরিচালকদের ভিতর থেকে পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি ডা.আমিরুল ইসলাম সানু বলেন, আমরা কাশিনাথপুরকে নিয়ে পজিটিভ চিন্তা করি, ভাবনায় রাখি কীভাবে এ এলাকার শিক্ষা,সংস্কৃতি, চিকিৎসা ও নানাবিধ সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায়।
বিজ্ঞান স্কুলের সাথে আমরা যারা পরিচালক ও শিক্ষক জড়িত তাঁরা একই পরিবারের সদস্যের ন্যায় মিলে মিশে আমাদের মেধাকে আমাদের সন্তানতুল্য ছাত্রদের জন্য ব্যয় করি এবং অত্র এলাকার জনগনের কাছে আমাদের একটাই চাওয়া সেটা হলো আমরা যেমন এ এলাকার জনগনের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি তেমনিভাবে তারাও যেন সব সময় আমাদের পাশে থাকেন এবং দোয়া রাখেন।
উল্লেখ্য ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে সমগ্র পাবনা জেলার মধ্যে প্রাইভেট প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিজ্ঞান স্কুল প্রথম স্থান অধিকার করে।