প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:২৪:১৮ প্রিন্ট সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের মধ্যে একজন বিমানবন্দরের হেল্পলাইন স্টাফ ও অন্যজন যাত্রী। এসময় ১৬টি স্বর্ণের বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ১৯৫৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর এপিবিএনের গোয়েন্দা দল তাদের আটক করে।
আটকরা হলেন- যাত্রী জুয়েল (৩০) ও হেল্পলাইন স্টাফ আমজাদ (৩৭)।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সন্ধ্যায় একটি ফ্লাইটের যাত্রী জুয়েল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর আগে থেকেই ফোনে যোগাযোগ করে রাখা হেল্পলাইন স্টাফ আমজাদের সঙ্গে তিনি দেখা করেন। এসময় চার নম্বর অ্যারাইভাল লাগেজ বেল্টের কাছে জুয়েল আমজাদের কাছে একটি কালো রঙের পাওয়ার ব্যাংক এবং টেপে মোড়ানো চার পিস গোল্ডবার দেন।
তিনি বলেন, এসময় যাত্রীর কাছে আরও দুটি স্বর্ণের বার এবং ৯৯ গ্রাম গয়না ছিল। এপিবিএনের গোয়েন্দা দল সন্দেহের ভিত্তিতে তাদের নজরে রাখে এবং গ্রিন চ্যানেল পার হওয়ার পর আটক করে। এসময় জুয়েলের কাছে থাকা পাওয়ার ব্যাংকের ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণে বার পাওয়া যায়। এছাড়াও তল্লাশি করে পাওয়া যায় আরও চারটি।
অপরদিকে যাত্রীকে তল্লাশি করে আরও দুটি বার এবং গয়নাসহ মোট ১৯৫৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দুবাইয়ে কবির নামে এক বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে জুয়েল মোটা অঙ্কের টাকা পাওয়ার লোভে স্বর্ণ এনেছিলেন। ঢাকা পর্যন্ত পৌঁছে দিতে হেল্পলাইন স্টাফের সঙ্গে যোগাযোগ করেন জুয়েল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এর আগেও তারা একই পদ্ধতিতে সোনা চোরাচালান করেছেন। এমনকি জুয়েলের পাসপোর্ট চেক করে ৭০ বার বিদেশে আসা-যাওয়ার রেকর্ডও পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর/এজ