প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ৭:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ
মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় বিয়ের দাবিতে চাচা হাসানের (২৪) বাড়িতে অনশনে বসেছেন কিশোরী ভাস্তি। শনিবার (৬ আগস্ট) রাতে মেয়েটি রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের হাসানের বাড়িতে গিয়ে অবস্থান নেন ঐ কিশোরী। এরপর থেকেই তিনি সেখানে অনশন করছেন। মেয়েটি বলেন, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার সম্পর্ক। বারবার হাসানকে বিয়ে করার কথা বললেও তিনি তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই বিয়ের দাবিতে ৬ আগষ্ট শনিবার রাত থেকে এখানে অবস্থান করছি।
মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে কিশোরী। এখনো তার বিয়ের বয়স হয়নি। অন্যদিকে হাসান আমার চাচাতো ভাই। আমি আমার মেয়েকে বুঝিয়ে সেখান থেকে আনতে চেয়েছিলাম। কিন্তু সে আমার সঙ্গে আসেনি। আমি একা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেব।
বিষয়টি জানতে মুঠোফোনে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। স্থানীয় চেয়ারম্যান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমার কাছে এখনো কেউ আসেনি । রুহিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো কোনো মামলা হয়নি , বিষয়টি ঐ ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান কে জানানো হয়েছে ।