• সারাদেশ

    তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ,সম্পাদক হাইরাজ

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৩:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ

     

     

     

    মল্লিক জামাল:-

     

    বরগুনার ”তালতলী প্রেসক্লাব” এর অঙ্গসংগঠন তালতলী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো.ইউসুফ আলীকে সভাপতি ও মো.হাইরাজ মাঝিকে সাধারণ সম্পাদক করে উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ সালে নতুন কার্যনিবার্হী গঠন করা হয়েছে।

    গতকাল শনিবার(২১ অক্টোবর) সন্ধা সাড়ে ৬ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২২-২৩ সালের কমিটির আয়োজনে রাত ৮ টার দিকে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. ইউসুফ আলী(নয়াদিগন্ত),সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি (বাংলা টিভি,ভোরের পাতা) নির্বাচিত হন।

    এছাড়া সহ-সভাপতি পদে মো.জসিম উদ্দিন(আমার সংবাদ),যুগ্ন-সাধারণ সম্পাদক মল্লিক মো. জামাল(ভোরের চেতনা),অর্থ বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজ (আমাদের সময়),দপ্তর সম্পাদক মো. কাওসার হামিদ(আমাদের নতুন সময়),প্রচার সম্পাদক মো. লিমন গাজী(খোলা কাগজ),কার্য নিবার্হী সদস্য-১ মি. মংচিন থান ( বাঙলার জাগরণ) ও কার্য নিবার্হী সদস্য- মৃধা শাহিন সাইরাজ (বিপ্লবী জনতা) নির্বাচিত হয়েছেন।

     

     

    মল্লিক জামাল

    ০১৭১২১৮৬৪০২

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ