• সারাদেশ

    বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৯:৪৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ-

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডে সফিজল(৬৫) নামে বৃদ্ধকে আবুল বাজারের মোঃ নাছির ও তার স্ত্রী রিনা বেগম তাদের ঘরে আটক করে মারধর করে আহত করার অভিযোগ উঠে।

     

    ভুক্তভোগী মোঃ সফিজল জানান গত ১৪-০৯-২২(বুধবার) বেলা সারে এগারোটায় – টবগী ৩ নং ওয়ার্ডের মোঃ শাহীন তিনি প্রবাসে থাকেন,পুর্ব থেকেই তাদের বাড়ীর সকল কাজ কর্ম আমি করে থাকি। বিভিন্ন কারণবশত মোঃ নাছির আগে থেকেই আমার পিছনে লেগে আছে,প্রবাসী শাহীন আমাকে দিয়ে তাদের সকল কাজ কর্ম কেন করায় এগুলো মোঃ নাছিরের সহ্য হয়না।সুপারি বাগান বর্গা নিয়ে কথার কাটাকাটির একপর্যায়ে নাছির ও তার স্ত্রী এলোপাতাড়ি আমাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। আমার চিৎকার শুনে পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসাপাতালে পাঠান।

     

    তিনি আরও বলেন – আমি যদি কোন অপরাধ করে থাকি এলাকায় মেম্বার আছে তাদের মাধ্যমে আমার বিচার করাতে পারতেন। তা না করে আমাকে নাছির ও তার স্ত্রী রিনা বেগম একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে নাছিরের স্ত্রী আমাকে ধরে রেখেছে আর নাছির আমার মাথা ও মুখে কিল ঘুসি মেরে পুরো শরীর জখম করে। আমার নাক ফেটে অনেক রক্ত ঝরে । আমি এর বিচার চাই।

     

    স্হানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান – সফিজল একজন বয়স্ক লোক। নাছিরের বাবার বয়সী, ওনি যদি কোন ভূলত্রুটি করে থাকে এলাকায় গন্যমান্য লোক ছিলো তাদের কাছে বিচার চাইতে পারতো নাছির। বাবার বয়সী একজন লোককে স্বামী ও স্ত্রী এইভাবে একা পেয়ে মারধর করা এটা আইন বহির্ভূত নয়। আমরা এর বিচার চাই।

     

    উক্ত বিষয়ে অভিযুক্ত নাছিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, ভুক্তভোগী মোঃ সফিজল,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ