প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৩:০৯:২৩ প্রিন্ট সংস্করণ
সংবাদদাতা,তালতলী,বরগুনা
বরগুনার তালতলীতে ইলিশ শিকার নিষেধাজ্ঞার ২২ দিনের বিভিন্ন এনজিওদের ঋণের কিস্তি টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এ নির্দেশ অমান্য করে গ্রামীণ ব্যাংক কর্মীরা কিস্তি আদায় করছেন।
রবিবার(২২ অক্টোবর) দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক ছোটবগী শাখার সদস্যদের ঋণের কিস্তি আদায় করতে দেখা গেছে। এছাড়াও গ্রামীণ ব্যাংক উপজেলার বিভিন্ন শাখার সদস্যদেরও কিস্তি আদায় করতে দেখা গেছে।
জানা যায়, সারাদেশের মত এ উপজেলায়ও গত ১২ অক্টোবর থেকে আগামি ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরা,পরিবহন, মজুদ ও বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ জন্য নদী বা সাগরে জেলেরা মাছ শিকারে যেতে পারবেনা। ফলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে আছে। এজন্য জেলেদের পরিবারের খরচের পরে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর। তাই এ সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে গত ১৭ অক্টোবর জেলা প্রশাসনের নির্দেশক্রমে একটি পত্র জারি করেন উপজেলা প্রশাসন। এই নির্দেশ অমান্য করে রবিবার জয়াল ভাংগা এলাকায় কিস্তি আদায় করেন গ্রামীণ ব্যাংকের কর্মীরা।
গ্রামীণ ব্যাংক ছোটবগী শাখার ঋণগ্রহীতা আসমা বেগম বলেন, নদীতে অবরোধ চলে, আয় রোজগার নেই। আমরা খাই বা না খাই গ্রামীন ব্যাংকের কিস্তি বাদ দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকের কিস্তি আদায় যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
গ্রামীণ ব্যাংক ছোট বগী শাখার ম্যানেজার জীবন চন্দ্র বৈরাগী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় রবিবার কিস্তি আদায় করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা বলেন, জেলা প্রশাসনের নির্দেশক্রমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে এ উপজেলায় জেলেদের থেকে কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এনজিওদের। এই নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।