• সারাদেশ

    বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন 

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ৫:৩৪:২৭ প্রিন্ট সংস্করণ

     

    মল্লিক জামাল:- বরগুনা জেলা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন’২৩ সম্পন্ন হয়েছে।

     

    আজ ২৭শে অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময়ে বে-সরকারী সংস্থা কারিতাস এর তালতলী কার্যালয়ের সংগঠনের সিনিয়র অডিটর (অব:) মিঃ মংখেহাং চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় মিঃ মংখেলা তালুকদারকে সভাপতি ও মংচিন থান কে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে।

     

    ১৭ (সতের) সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মিঃ মংথিনজো, সহ-সভাপতি-মিঃ চোথয়ফু মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক-মিঃ চানমং তালুকদার, কোষাধক্ষ্য- মিঃ মং নানটসে, দপ্তর সম্পাদক-মি: উওয়েনমং, সাংগঠনিক সম্পাদক-মি: ধলুশে, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক-মিঃ থুইমংশে (বুওয়াশে), শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- মি:অংতেন, তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক- মিসেস চান্দা ওয়েন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকামিসেস এমেন,নির্বাহী সদস্য-তিনজন যথাক্রমে মিঃ উতেন,মিঃ মংচান ওয়েন ও মিঃ মংমং প্রমূখ। রখাইন সমাজ উন্নয়ন সংস্থার নব গঠিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।

     

    কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অডিটর (অবঃ) মিঃ মংখেহাং চৌধুরী ও মিঃ অংথান তালুকদার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ