প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ১০:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলায় ব্যাস্ততম গাড়ি গুলো আজ নিস্তব্দ থেমে গেছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় রাস্তায় মোটর সাইকেলের পরিমাণ ছিলো কম। পেট্রোল পাম্পে দেখা যায় তেল নেওয়ার জন্য কোনো গাড়ি নেই। পাম্পের এক কর্মচারীর সাথে কথা বলে জানা যায়, অন্যদিনের মতো পাম্পে মোটরসাইকেলের কোন চাপ নেই।
অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বাড়ছে জীবনযাত্রায় দুর্ভোগ। দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বসাধারণ মানুষের। তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ নির্মাণ শ্রমিক হাসান আলী বলেন, সারাদিন কাজ করে ৩৫০ টাকা পাই। আগে তেল কিনতাম ৮৬.৭০ পয়সা। এখন তেলের লিটার ১৩০ টাকা, কিভাবে সংসার চালাবো? ছেলে মেয়ের লেখাপড়া খরচ কিভাবে বহন করবো?
তিনি আরো বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব ধরনের পরিবহন ভাড়া বাড়াবে, বাড়বে না শুধু আমাদের খেটে খাওয়া মানুষদের দিনমজুর।