• সারাদেশ

    শিক্ষার প্রসারে যখন বিজ্ঞান স্কুলই সেরা

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ৯:২৭:২০ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জব্বার স্টাফ রিপোটার:

    বাংলাদেশ গনিত অলিম্পিয়াডে বিভাগীয় চ্যাম্পিয়ন 

    ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন 

    ২০২৩ এসএসসি পরীক্ষায় সর্বাধিক ৪০ জন এ+ ও শতভাগ পাশ 

    পাবনায় ভৌগোলিক দিক বিবেচনায় বেড়া-সাঁথিয়া সুজানগর আমিনপুর থানার কেন্দ্রস্থল কাশিনাথপুর। এখানে যেমন রয়েছে ব্যবসা বানিজ্য তেমনি রয়েছে সঠিক শিক্ষাদানের কর্মব্যস্ততা। তাইতো কাশিনাথপুরে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।যেখানে শিক্ষার মান উন্নয়নে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। যেখানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে বীজ বপন করা হয়। এখানে একদল চৌকস ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্লে হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।

     

    ইতোমধ্য স্কুলটি কাশিনাথপুর তথা পাবনা জেলার মধ্যে সুনাম কুড়িয়েছে। কাশিনাথপুরের প্রানকেন্দ্রে অবস্থিত এ স্কুলটি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা রয়েছে অত্যধুনিক।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন বলেন – আমাদের স্কুলে আমাদের শিক্ষকেরা আমাদেরকে সন্তানের মতো স্নেহ করে পাঠদান করান। ক্লাসের পড়া ক্লাসেই কড়ানো হয় এতে করে অতিরিক্ত প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। শিক্ষকদের মায়া মমতায় তাদের কঠোর পরিশ্রমে আমরা সাফল্যের সিড়িতে উঠি। আমরা আমাদের শিক্ষকদের খুব শ্রদ্ধা করি, তারাও আমাদের পিতা-মাতার মত স্নেহ করেন।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন – আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করা। প্রতিটি শিক্ষার্থীর কোন না কোন আলাদা এক্সাটা কারিকুলাম থাকে সে এক্সাটা কারিকুলাম নিয়ে আমরা কাজ করে থাকি।আমরা শিক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের উৎসাহিত করি, প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোবল বাড়াতে চেষ্টা করি। শুধু পুঁথিগত শিক্ষা নয়, এর বাইরে এক্সটা কারিকুলাম গান, নাচ, বির্তক ইত্যাদি নিয়ে কাজ করি। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক। এ জন্য তাদের পূর্ণ স্বাধীনতা প্রদানের মাধ্যমে তাদের উপলব্ধি বিবেচনা করা হয়। এ জন্য এ বছরের এসএসসি পরীক্ষায় বৃহত্তর কাশিনাথপুর তথা পাবনা জেলার মধ্যে ভালো অবস্থান করছি আমরা। সকলের সহযোগিতায় আমরা পাবনায় শিক্ষা বিকাশে আরো এগিয়ে যাবো।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানু বলেন – বিজ্ঞান স্কুল একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত তথ্য প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে চলছি। শিক্ষার মান উন্নয়নে বিজ্ঞান স্কুল বদ্ধপরিকর। আমরাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছি। তাই আমরা বলতেই পারি আমরা শিক্ষার বীজ বপনে সেরা। এ সময় তিনি আরো বলেন যে সকল গার্ডিয়ানেরা তাদের সন্তানদেরকে আমাদের কাছে সুশিক্ষার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন তা আমরা যেন পরিপূর্ণ ভাবে পালন করতে পারি।

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির বলেন – শিক্ষা জাতির মেরুদন্ড আর সে দন্ডের ভিদহলো বিদ্যালয় তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি, শিক্ষার্থীদের মনোবল তথা তাদের প্রতিভা বিকাশে কাজ করা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী দেশ জাতীর কল্যানে কাজ করবে।একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে যা প্রয়োজন তা বিজ্ঞান স্কুল সচারাচর করে আসছে। প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান স্কুল তার স্বপ্ন পূরণে বদ্ধ পরিকর।

     

    উল্লেখ্য ২০১৭ সালের পড় থেকে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষার মান উন্নয়নে শীর্ষে অবস্থা করছে। কাশিনাথপুরে বেসরকারি স্কুলের মধ্যে এটিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত প্রাইভেটব্ স্কুল। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১২০০ শিক্ষার্থী পাঠদানে আছে।

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ