প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৩ , ৫:৩৮:৩৯ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
অতিরিক্ত ডিআইজি পদে ১৫২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন- শিল্পাঞ্চল পুলিশ সিলেট জোনের এসপি রওশনুজ্জামান সিদ্দিকী,সিলেট মহানগর পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম), উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, সিলেট অঞ্চল হাইওয়ে পুলিশের এসপি শহিদ উল্লাহ, সুনামগঞ্জ জেলা পুলিশের এসপি মোহাম্মদ এহসান শাহ ও সিলেট (মহানগর) সিআইডির এসপি সুজ্ঞান চাকমা।