• সারাদেশ

    ভোলায় ৪ কেজি গাঁজা সহ আটক ১

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ৫:৫৭:২০ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ বাবুল রানা,ভোলা:

    পুলিশের মাদকবিরোধী অভিযানে ভোলায় ৪ কেজি গাঁজা সহ এক মাদক কারবারী কে আটক করেছে সদর থানা পুলিশ ।রবিবার ভোর সকাল আনুমানিক ৬ টার দিকে ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকিরের নির্দেশে এসআই গোপাল কুন্ডের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে কালিনাথ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মফিজল শশীভূষণ থানার স্থায়ী বাসিন্দা

    এই ঘটনায় পুলিশ বলছে গভীর রাতে গোপন তথ্য পায় পুলিশ এরপর ভোলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট এবং বিশেষ অভিযানের প্রস্তুতি নিলে ভোলার কালিনাথ রায়ের বাজার এলাকায় ৪ কেজি গাজা সহকারে তাকে আটক করা হয় । যার বর্ননাও দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ।

    আটককৃতদের প্রচলিত মাদক আইনে আদালতের সোপর্দ করার পাশাপাশি ভোলাকে মাদকমুক্ত করতে সব রকম পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির ।

    এ সময় তিনি আরো বলেন ভোলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে জোরদার ভাবে কাজ করছেন তারা । এছাড়াও ভোলাকে শতভাগ মাদকমুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নানানমুখী পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ । এসময় মাদক নির্মূলের বিষয়ে তিনি আরো বলেন ভোলা সদর থানাদিন যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকায় শতভাগ মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে সব রকম পদক্ষেপ গ্রহণ করবেন তিনি । এবং অন্য জেলায় এ সকল মাদক যেন কোনভাবেই পাচার করতে না পারে এবং রুট হিসেবে ভোলাকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে শতভাগ জোরদার পদক্ষেপ নেয়ার কোথাও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ