প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৬:৫১:৪২ প্রিন্ট সংস্করণ
মোঃ বাবুল রানা, ভোলা
হরতালের সমর্থনে ভোলায় মিছিলের সময় নাশকতার আশঙ্কায় যুবদল ও জামায়াতের দশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় চার বিএনপিকর্মী ও সদরের আগারপুল এলাকা থেকে ছয় জামায়াতকর্মীকে আটক করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়। এরা পূর্বেও বিভিন্ন সময় নাশকতা মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদের কারো কারো বিরুদ্ধে এজাহার মামলায় বিচারাধীন আছে।