প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ১০:১৫:৫১ প্রিন্ট সংস্করণ
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর:
ময়মনসিংহ ফুলপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত সহ ১২ জন ও একজন নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১১ নভেম্বর ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ফুলপুর থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদেরকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।